বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

আগাম বেতন দিয়ে ১৫ দিনের ছুটি দিল কর্তৃপক্ষ

নাটোর প্রতিনিধি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগাম সতর্কতার অংশ হিসেবে ‘সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ ২০ জন স্টাফকে বেতন দিয়ে ছুটি দেওয়া হয়েছে। শহরের কানাইখালী এলাকার সমবায় সমিতির সব কর্মীকে ১৫ দিনের ছুটি দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আপদকালীন যারা বাসায় অবস্থান করবে তাদের পুরস্কার হিসেবে প্রতিদিনের জন্য সম্মানী ভাতা প্রদানের ঘোষণা দেন। এছাড়া গত ১৮ মার্চ থেকে সমিতির চার শতাধিক সদস্যের কিস্তি বন্ধ ঘোষণা দেন। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে সদস্যদের কিস্তি দিতে হবে না। আপদকালীন সমিতির সদস্যদের সব ধরনের সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি। গতকাল সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আসাদুজ্জান টুটুল এ সিদ্ধান্তের কথা জানান।

সর্বশেষ খবর