বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্রমিকদের ১২ দিনের খাবার দিয়ে হোটেল বন্ধ করলেন মালিক

পঞ্চগড় প্রতিনিধি

মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ  ঠেকাতে পঞ্চগড় জেলা শহরের একটি রেস্টুরেন্ট শ্রমিকদের ১২ দিনের খাবার দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। নুরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউস নামের ওই রেস্টুরেন্টের  মালিকপক্ষ রেস্টুরেন্টের তিনটি শাখাই বন্ধ করেছেন। কর্তৃপক্ষ  হোটেলের  ৫০ জন শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি গোসলের সাবান প্রদান করেন।

গতকাল দুপুরে শহরের বানিয়াপট্টি রোডে রেস্টুরেন্টের একটি শাখায় হোটেল মালিক মো. হায়াতুল আলম, আলতাফ হোসেন ও মাহতাব আলী ভুট্টু তাদের শ্রমিকদের মধ্যে এসব খাবার সামগ্রী বিতরণ করেন। নুর জাহান হোটেলের শ্রমিক আমেনা বেগম জানান, করোনাভাইরাসের কারণে হোটেল ১২ দিন বন্ধ। খাবার পেয়ে আমাদের ভালো হলো। এখন আমরা বাড়িতে থাকব, কোথাও বের হব না। মালিকপক্ষ জানান, পঞ্চগড়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হোটেলের সব শাখা ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখছি। এসব শাখায় কর্মরত ৫০ জন শ্রমিককে এ সময়ের খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের খাবারের সন্ধানে বের হতে না হয়।

সর্বশেষ খবর