শিরোনাম
বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে শসার দাম কেজিতে ২ টাকা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শসার দাম কেজিতে ২ টাকা

করোনাভাইরাসের কারণে কৃষিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। প্রান্তিক কৃষকরা ফসলের মাঠ থেকে শসাসহ মৌসুমি কৃষিপণ্য বাজার পর্যন্ত পৌঁছাতে যেমন অসুবিধায় পড়ছেন, তেমনি ভালো দামও পাচ্ছেন না। ফড়িয়ারা লাভ করলেও কৃষকরা গুনছেন লোকসান। দিনাজপুরের বীরগঞ্জের প্রান্তিক কৃষকরা প্রতি কেজি ১০ টাকার শসা ২ টাকায়ও বিক্রি করতে পারছেন না। শসার বাম্পার ফলন হলেও খরচ তোলা নিয়ে সমস্যায় পড়েছেন তারা। কৃষক মোকছেদ আলীর ছেলে তানভির আহম্মেদ জানান, তিনি ২ একর জমিতে শসা চাষ করেন এবং বাজারে দাম না থাকায় ১০০ টাকায় বস্তা (৫৪ কেজি) বিক্রি করেন। ফলে তিনি সার, বীজ, সেচের খরচের টাকা তোলা তো দূরে থাক, লোকসানের ভার সামলানো মুশকিল হয়ে পড়েছে। ২ টাকা কেজি ধরে বিক্রি করতেও পাইকার পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার জমির শসা ২ দিন পরপর তুলতে হবে। এখন বিক্রি করতে না পারলে আরও ক্ষতির মুখে পড়তে হবে।

সর্বশেষ খবর