শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন শহর-নগরীতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে । কুমিল্লা নগরীর সড়কগুলো জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হয়। কুমিল্লা সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হয়। গতকাল নগরীর কান্দিরপাড়ে আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এই কার্যক্রমের উদ্বোধন করেন। টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কে বুধবার দুপুর থেকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে এ কার্যক্রম করা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনে একবার স্প্রে করা হবে। গোপালগঞ্জ : করোনা সংক্রমণ ঠেকাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে , মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বাবুল আকতার বাবলার উদ্যোগে করোনা সংক্রমণ ঠেকাতে এ কার্যক্রম শুরু করা হয়। ময়মনসিংহ : লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ। বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র এবং ছিন্নমূল মানুষের মাঝে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করে সংগঠনটি। গতকাল দিনভর মহানগর ছাত্রলীগ নেতা এসএম নাসির উদ্দিন হীরার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। গত দুই দিন ধরে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এমন কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে হীরা বলেন, মানুষ যতটুকু আতঙ্কিত তার চাইতে বেশি অসচেতন। সচেতনতা বাড়াতে কাজ করছি। গরিব দুঃখী মানুষের পাশে মহানগর ছাত্রলীগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও বিতরণ করছি।

সর্বশেষ খবর