শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

জেলায় জেলায় প্রতিরোধসামগ্রী নিয়ে জনপ্রতিনিধি-স্বেচ্ছাসেবক

প্রতিদিন ডেস্ক

জেলায় জেলায় করোনাভাইরাস প্রতিরোধে নানা সামগ্রী নিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহর, নগরে কাজ করছেন। দিনাজপুর প্রতিনিধি জানান, বিভিন্ন এলাকায় সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে বিতরণ করছে শহর আওয়ামী লীগ। এছাড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। এদিকে জেলার ফুলবাড়ী সরকারি কলেজের রসায়ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষকের সহায়তায় এবং অধ্যক্ষ প্রফেসর নজমুল হকের তত্ত্বাবধানে ৩৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়। অপরদিকে খানসামা উপজেলার খামারপাড়া ইউপির ভা-ারদহ গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রায় দুই হাজার বাড়িতে এবং পাকেরহাটের সব দোকানে ও সড়কে জীবাণুনাশক ¯েপ্র করা হয়েছে। বগুড়া : সোনাতলায় গতকাল উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ৫ হাজার মানুষের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়।  উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, আবদুল মোমিন মাস্টার, বদিউদ-জ্জামান মুকুল, মাহফুজুল হক শিপলু, শাহাদত জামান লিটন, আফছার উদ্দিন আকন্দ, আজিমুল হক প্রমুখ। নাটোর : সিংড়া পৌর এলাকার ১২টি ও ইউনিয়ন পর্যায়ে বেশকিছু মসজিদে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। গোপালগঞ্জ : পৌর এলাকার বিভিন্ন সড়কে জীবাণুনাশক ¯েপ্র, মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল গোপালগঞ্জ পৌর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কামরুল হুদা মিলটনের উদ্যোগে পাঁচুড়িয়া এলাকা থেকে ১০টি ¯েপ্র মেশিন ও মাস্ক নিয়ে একদল স্বেচ্ছাসেবী শহরের তিনটি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। গাজীপুর : জেলা পরিষদের উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের  চেয়ারম্যান আখতারউজ্জামানের দিকনির্দেশনায় জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে জেলার প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিতরণের জন্য ৭ হাজারটি মাস্ক, ১২ হাজার ৫০০টি হাত ধোয়ার সাবান ও ১০ হাজারটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গতকাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে নাসিক সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক জীবাণুমুক্ত করতে ২টি ট্যাংকলরি ভর্তি ব্লিসিং মিশ্রিত পানি ছিটিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখা। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর