শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইল, ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন পড়া লোকদের মাঝে খাদ্য বিতরণের খবর পাওয়া গেছে। টাঙ্গাইল প্রতিনিধি জানান, শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পিয়াজ করে বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম গতকাল এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ, সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনাভাইরাসের কারণে জেলার কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবে না। সে লক্ষ্যে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্য জেলা ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এমপির বেতন থেকে টাকা বরাদ্দ : টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর উপজেলায় কর্মহীন হয়ে ঘরে থাকা লোকজনের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি তার বেতন থেকে দেড় লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই টাকা দিয়ে খাদ্য কিনে কর্মহীন মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে। ঝিনাইদহ : নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাইয়ের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের নেতারা। অপরদিকে শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগ। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে খাবার তুলে দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড, সালমা ইয়াছমিন।

সর্বশেষ খবর