শিরোনাম
রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম!

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও মূল ভবনের নকশা পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক ব্যক্তি প্রধান প্রকৌশলী এলজিইডির বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। দাউদকান্দির দিগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিয়া আদমপুরে সিসিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ করা হয়। এছাড়া ২০১৯ সালের নভেম্বরে উপজেলার চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ডিজাইন অনুযায়ী না করায় এলাকাবাসী অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা হয়।  উপজেলার লামছড়ি, চিনামুড়া, দিগলগাঁও, চক্রতলা- এ চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সঙ্গে একটি করে টিনের ঘর করার কথা থাকলেও করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এলজিইডি প্রধান প্রকৌশলী বরাবর আবেদনকারী করিম মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার গ্রামের দিগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ব্যাপক অনিয়ম দেখে তার প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছি।

সর্বশেষ খবর