সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল

সাতক্ষীরা প্রতিনিধি

বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল

সাতক্ষীরার আশাশুনিতে ভেঙে যাওয়া বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার রাতে উপজেলার প্রতাপনগরে কোলা পয়েন্টে দেড়শ ফুট এলাকায় এই ভাঙন দেখা দেয়। গতকাল সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সাধারণ মানুষ বালুর বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বাঁধ মেরামত করেন। স্থানীয়রা জানান, রাতে জোয়ারের পানির চাপে জরাজীর্ণ বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামান ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন করেছেন। আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম জানান, ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। একটি জোয়ার পার করতে পারলে আর কোনো ভয় থাকবে না।

সর্বশেষ খবর