সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্র নিহত

প্রতিদিন ডেস্ক

সাতক্ষীরায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়া ও ফরিদপুরের বোয়ালমারীতে সড়কে প্রাণ গেছে আরও দুজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তারা হলো- মোটরসাইকেল আরোহী পাটকেলঘাট থানার শাকদহ গ্রামের মাদার ম-লের ছেলে আশিষ কুমার (১৭) ও শিবপদ ম-লের ছেলে মুকুন্দ কুমার (১৯)। আশিষ পাটকেলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এবং মুকুন্দ ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পাটকেলঘাটা থানার ওসি জানান, শনিবার রাত ১০টার দিকে মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মোটরসাইকেল নিয়ে পাটকেলঘাটা বাজারে আসছিল। এ সময় খুলনাগামী একটি ওষুধবাহী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলে থাকা দুই ছাত্র। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পালিয়ে গেছে চালক। বগুড়া : শেরপুরে দুই ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মাসুদ রানা (২৫)। তিনি গাজীপুরের জয়দেবপুর উপজেলার শরীয়তপুর নয়াপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী গ্রামে শনিবার রাতে ইটভাটার ট্রলিচাপায় তৈয়ব মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য ওবায়দুর রহমান সরদার জানান, রাত ৮টার দিকে ট্রলিতে পিকেট নিয়ে তেলজুড়ী পূর্বপাড়া ডাঙ্গীর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ওই কৃষককে চাপা দেয়।

সর্বশেষ খবর