সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিংড়া হাসপাতালে কিট হস্তান্তর

নাটোর প্রতিনিধি

করোনা সংক্রমণ পরীক্ষার জন্য ২০০ টেস্টিং কিট সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দেওয়া এ কিট গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এ সময় জুনাইদ আহমেদ পলকের পাঠানো পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, প্রোটেক্টিভ চশমা, হ্যান্ড স্যানিটাইজারও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। এতে তিনি বলেন, আমি নিজে আজকেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেছি। এখন পর্যন্ত সিংড়ায় কভিড-১৯ এর কোনো সন্দেহজনক কেস নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের আগাম প্রস্তুতি রয়েছে। সমন্বিত প্রচেষ্টায় সিংড়াবাসীকে এ মহামারী থেকে নিরাপদ রাখব ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর