সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে খেলার মাঠও জনশূন্য

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলা স্থগিত কিংবা বাতিল হয়েছে। এরপরও খেলার মাঠগুলোয় ছেলে-মেয়েরা খেলত। সেই মাঠও আজ হয়ে পড়েছে জনশূন্য। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অভিভাবকরা ছেলে-মেয়েদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না।

জানা যায়, অন্য বছর এ সময়ে দিনাজপুরের বড় দুটি স্থান স্টেডিয়াম ও গোর-এ শহীদ বড় ময়দানে চলত বিভিন্ন খেলা। কিন্তু এখন সবই বন্ধ। তবে করোনা আতঙ্ক কেটে গেলে আগামী মে মাসে মাঠে আবার খেলা গড়াবে এমনটাই বললেন দিনাজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। তিনি জানান, সাইফ পাওয়ার টেক বালিকা এবং বালক ফুটবল টুর্নামেন্ট মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে। স্থাগিত হয়েছে দ্বিতীয় বিভাগ ফুলবল লীগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা, ট্যালেন্ট হান্ট। এছাড়া মহিলা ফুটবল ক্যাম্পও বন্ধ করা হয়েছে।

সর্বশেষ খবর