মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফেনীতে ১২০০০০ কর্মহীনের মাঝে ত্রাণ বিতরণ শুরু

ফেনী প্রতিনিধি

ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ১ লাখ ২০ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছেন। এর মধ্যে ফেনী সদর-২ আসনে ৫০ হাজার ও বাকি দুই আসনে ৭০ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হবে। রবিবার তিনি সদর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, পৌর মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি প্রমুখ। গতকাল ফেনী সদর উপজেলার আরও চারটি ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়। সদর উপজেলায় বিতরণ শেষে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও তেল। জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একজন সদস্য ১৮টি পিকআপে করে এ ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। নিজাম হাজারী জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যত দিন থাকবে তত দিন ত্রাণসামগ্রী দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে ফেনী জেলার সংসদীয় অন্য দুই আসনের পাঁচ উপজেলায় আরও ৭০ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হবে।

সর্বশেষ খবর