মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

প্রতিদিন ডেস্ক

করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন স্থানে গতকাল পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি শুরু হয়েছে। কোথাও কোথাও বেসরকারি সংগঠনও জীবাণুনাশক স্প্রে করছে। এ ছাড়া সরকারি-বেসরকারিভাবে বিতরণ করা হয়েছে চিকিৎসা সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ। প্রতিনিধিদের পাঠানো খবর- নীলফামারী : জেলার সড়ক জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে পুলিশ। শহরের চৌরঙ্গি মোড়ে গতকাল নিজ হাতে সড়কে পানি ছিটিয়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোখলেছুর রহমান। তিনি জানান, জেলা শহরের সড়কের পাশাপাশি উপজেলা এবং ইউনিয়নের সকড়গুলোও জীবাণুনাশক করা হবে পর্যায়ক্রমে। রাজবাড়ী : রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিমের উদ্যোগে সদর হাসপাতালসহ জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে একটি ১২ চ্যানেলের ইসিজি মেশিন, দুটি সাকার মেশিন, নেবুলাইজার মেশিনসহ ১০ লাখ টাকার চিকিৎসা উপকরণ বিতরণ করেন তিনি। নরসিংদী : জেলাশহর রাস্তাঘাটসহ অলি-গলিতে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু করেছে নরসিংদী ফায়ার সার্ভিস। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গতকাল এই কার্যক্রম শুরু করা হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহিন আলম জানান, প্রতিদিন এই কার্যক্রম চলবে। ফরিদপুর : বোয়ালমারী পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ছাড়াও হ্যান্ডবিল, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সাবান, মাস্ক বিতরণ করা হচ্ছে। করোনা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন অফিস, বাজার, বাস-ট্রাক, মাইক্রোবাস স্ট্যান্ডে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। গতকাল বোয়ালমারী রেলস্টেশন থেকে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। মাগুরা : শহরের জামরুলতলা এলাকায় দরিদ্রদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এর আগে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। সিরাজগঞ্জ : জেলা পরিষদের উদ্যোগে তাড়াশ পৌর শহরে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সাবেক এমপি ম ম গাজী আমজাদ হোসেন মিলন ও জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য হোসনে আরা পারভীন লাভলী উপজেলা প্রেস ক্লাবের চত্বরে মাস্ক ও সাবান বিতরণ করেন। এ ছাড়া পটুয়াখালীর বাউফলে জেলা পরিষদের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস সতর্কতায় গতকাল দিনব্যাপী এলাকায় মাইকিংও করা হয়েছে।

সর্বশেষ খবর