মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

৮ হাজার পরিবারকে খাবার দিল কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা প্রতিনিধি

৮ হাজার পরিবারকে খাবার দিল কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ২৭টি ওয়ার্ডের ৮ হাজার নি¤œ আয়ের পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবারসামগ্রী বিতরণ করা হয়। গতকাল সিটি করপোরেশন কার্যালয় প্রাঙ্গণে সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আমরা করোনা সংক্রমণের এ দুর্যোগ-মুহূর্তে খাদ্যসামগ্রী বিতরণ করছি।’

সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘নগরীর ২৭টি ওয়ার্ডের নি¤œ আয়ের ৮ হাজার পরিবারের মাঝে ৫৫ লাখ টাকার খাবারসামগ্রী বিতরণ করেছি; যার মধ্যে ৮৪ টন চাল, ১২ টন আলু, ৪ টন পিয়াজ, মসুর ডাল ৮ টন, তেল ৪ টন রয়েছে।’ খাদ্যসামগ্রী বিতরণকালে কাউন্সিলরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর