মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিশুটির পর সেই কুকুরটিও ডিসির বাংলোর অতিথি!

কক্সবাজার প্রতিনিধি

শিশুটির পর সেই কুকুরটিও ডিসির বাংলোর অতিথি!

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অভুক্ত অবস্থায় কুকুরের সঙ্গে ঘুমানো শিশু রিদুয়ান ডিসির ডাক বাংলোতে মানবিক আশ্রয় পেয়েছে গত শনিবার রাতে। এর একদিন পর ডাক বাংলোর অতিথি হয়ে এসেছে রিদুয়ানের সঙ্গ দেওয়া কুকুরটিও। রিদুয়ান ও কুকুরটিও ডাকবাংলোতে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে।

সূত্র জানায়, জেলা প্রশাসক ও তার বাংলোর সবার অকৃত্রিম মমতায় পরিচ্ছন্ন জীবন পেলেও শিশু রিদুয়ান তার বিপদের সঙ্গীকে ভুলেনি। তারই ইচ্ছায় বিচ কর্মীর সহযোগিতায় রবিবার সন্ধ্যায় রিদুয়ান গিয়ে কুকুরটিকে খুঁজে বাংলোয় নিয়ে আসে। জানা যায়, গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার সৈকতে বন্ধ রয়েছে সব ধরনের পরিবহন, দোকানপাট ও কর্মক্ষেত্র। এতে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। এ অবস্থায় সৈকতের বালিয়াড়িতে কুকুরের সঙ্গে অভুক্ত ঘুমিয়ে দিন পার করছিল ৬-৭ বছরের শিশু রিদুয়ান। টহলে গিয়ে রিদুয়ান ও কুকুরের ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া। ২৬ ও ২৭ মার্চ মধ্যরাতে তোলা পৃথক দুটি ছবি ভাইরাল হল। কক্সবাজার জেলা প্রশাসক কামাল  হোসেন শনিবার ভোররাতে ডিসির ডাকবাংলোতে আনেন রিদুয়ানকে।

সর্বশেষ খবর