মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে রোগী নেই

আমতলী (বরগুনা) প্রতিনিধি

করোনাভাইরাস আতঙ্কে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীশূন্য হয়ে পড়েছে। সাধারণ জ্বর, সর্দি ও কাশি নিয়ে রোগী হাসপাতালে আসছে না। রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০ জন রোগী চিকিৎসা নিয়েছে। যা ছিল অতি নগণ্য। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে অন্তত ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে রোগীর সংখ্যা কমে সপ্তাহে ৮০ জনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী বলেন, স্বাভাবিক জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়। সেই ভয়ে আমরা হাসপাতালে যাই না। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনাভাইরাসের আতঙ্ক ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় রোগীরা হাসপাতালে আসছে না। তিনি আরও বলেন, স্বাভাবিক জ্বর, সর্দি ও কাশির রোগীরা কোয়ারেন্টাইনে থাকার ভয়ে হাসপাতালে আসছে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর