বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে হাতে হাতে রেডিও

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাতে হাতে রেডিও

করেনাভাইরাসের প্রতিরোধে ও রক্ষায় সবাই এখন ঘরবন্দী। নিরাপদ এবং দেশ-বিদেশের খবর পেতে হাতে হাতে আবার দেখা মিলছে রেডিও। হাতের কাছে সময়মতো পত্রিকা না পেয়ে, গ্রামে-গঞ্জের মানুষেরা রেডিওর খবর শুনছেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের সালাউদ্দিন মিয়া বলেন, রেডিওতে খবর শুনে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। দেশ-বিদেশের খবর জানতে তিনি এখনো রেডিও শুনেন। মুক্তিযোদ্ধা জলিল উদ্দিন বলেন, তিনি নিয়মিত পত্রিকা পড়েন। এখন সময়মত ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত খবরের কাগজগুলো পাওয়া যাচ্ছে না। ফলে তিনিও রেডিওতে খবর শোনেন। প্রবীণ সাংবাদিক শেখ সাবীর আলী বলেন, সভ্যতার শুরু থেকে মানুষ খবর জানতে চায়। খবর মানুষের মনের খোরাক যোগায়। সম্প্রতি করোনা ভাইরাস যেভাবে সারা বিশে^ আতঙ্ক সৃষ্টি করেছে। সেই কারণে মানুষের খবর জানার আগ্রহ বেড়েছে। খবর জানার একটি বড় মাধ্যম হচ্ছে পত্রিকা বা খবরের কাগজ। কিন্তু সম্প্রতি খবরের কাগজগুলো সময়মতো পাঠকদের হাতে না পৌঁছার কারণে তারা এখন রেডিও শুনতে শুরু করেছেন।

সর্বশেষ খবর