বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

তাঁবু টানিয়ে সর্দি জ্বরের চিকিৎসা

গাইবান্ধা প্রতিনিধি

২০০ শয্যার গাইবান্ধা সদর হাসপাতালে করোনা আতঙ্কে সর্দি জ্বরের রোগীদের জন্য হাসপাতালের সামনে তাঁবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগে যেখানে হাসপাতালের সিট পাওয়া দূরের কথা, মেঝে এবং করিডরেও রোগী ভর্তি করে চিকিৎসা দিতে হতো হাসপাতাল কর্তৃপক্ষের, এখন করোনাভাইরাস আতঙ্কে ভিন্ন চিত্র। প্রতিটি কক্ষে সিট খালি পড়ে আছে। ২-১টি কক্ষে কিছু রোগী ভর্তি দেখা যায়। কিছুদিন থেকে একদিকে সদর হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন ভর্তি রোগীরা, অন্যদিকে তিন করোনা রোগী হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকায় নতুন রোগী ঢুকতে ভয় পাচ্ছেন। বহির্বিভাগেও রোগী নেই বললেই চলে। ঋতু পরিবর্তনের এই সময় সর্দি কাশি ও জ্বর আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই অচলাবস্থা দূর করতে হাসপাতালের সামনে দুটি তাঁবু টানিয়ে এসব রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকে সেখানে ডাক্তার বসছেন। রোগীও আসতে শুরু করেছেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বলেন, করোনা আতঙ্কে হাসপাতালে এখন অপেক্ষাকৃত কম রোগী চিকিৎসা নিতে এবং ভর্তি হতে আসছেন।

সর্বশেষ খবর