বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অনুমতি পেলেই সিংড়ায় করোনা পরীক্ষা শুরু

নাটোর প্রতিনিধি

র‌্যাপিড টেস্ট কিট দ্বারা করোনা সংক্রমণের প্রাথমিক ধাপ অ্যান্টিবডি স্ক্রিনিংয়ের (আইজিজি ও আইজিএম) জন্য প্রস্তুত নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখন অপেক্ষা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের আনুষ্ঠানিক অনুমতির।

গত মঙ্গলবার আইইডিসিআর বরাবর নিজেদের সক্ষমতা উল্লেখপূর্বক আনুষ্ঠানিক পত্র দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। অনুমতি মিললেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো জেলার উপজেলা পর্যায় থেকে শুরু হবে করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক পরীক্ষা। এ পরীক্ষায় প্রাথমিকভাবে স্থানীয় পর্যায় থেকেই শনাক্ত হবে ৬০ ভাগ করোনা রোগী। চাপ কমবে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোর নির্ধারিত ল্যাবগুলোর পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনের ওপর। এতে ৫ থেকে ৬ ঘণ্টার ফলাফল মিলবে মাত্র ১৫ মিনিটে।

সর্বশেষ খবর