বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কষ্টে দিন কাটছে ৫০ গারো পরিবারের

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা পানিহাটা গ্রাম। এ গ্রামে বাস গারো সম্প্রদায়ের ৫০টি পরিবারের। করোনাভাইরাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এসব নিম্নআয়ের মানুষগুলো পায়নি কোনো সহয়তা। ফলে কষ্টে দিন কাটছে এসব পরিবারের সদস্যদের।

ছয় সন্তানের জননী মর্জিনা চিশাম জানান, আমাদের এখন কোনো কাজকর্ম নেই। আমরা খুব বিপদে আছি। আমার পরিবারের আট সদস্য নিয়ে বিপাকে রয়েছি। তাদের মুখে তিনবেলা খাবার তুলে দেওয়া কঠিন হয়ে পড়েছে। নিতা ডিও নামে আরেকজন বলেন, আমাদের পরিবারগুলোর খুব কষ্টে দিন কাটছে। চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্যকর্মী কেউ আমাদের পাড়ায় আসেন না। এ পাড়ায় গারো নারী-পুরুষ প্রায় সবাই শ্রমিক। নাকুগাঁও স্থলবন্দর বন্ধ। কৃষি জমিতেও শ্রমিকের কাজ নেই। তাই আমরা খেয়ে না খেয়ে দিন পার করছি। এ অবস্থায় করোনার চেয়ে ভয়াবহ হয়ে উঠছে অভাব। স্থানীয় ইউপি সদস্য আবদুল জব্বার জানান, গারো সম্প্রদায়ের এ ৫০ পরিবারই খুব গরিব। এর মধ্যে পাঁচটি পরিবারকে গত সোমবার ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। একদিকে সীমান্তবর্তী গ্রাম হিসেবে বন্যহাতির তান্ডব অপরদিকে পরিবারগুলোতে অভাব। সবগুলো পরিবারে সরকারি সহযোগিতা প্রয়োজন। তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন।

সর্বশেষ খবর