বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টিসিবির পণ্য কিনছে ব্যবসায়ী উচ্চবিত্তরা!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাইন ধরে নিম্নবিত্তের টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কিনছে ব্যবসায়ী ও উচ্চবিত্তরা। টিসিবির দোকানগুলোতে ব্যবসায়ী ও উচ্চবিত্তদের ভিড় সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। অথচ নিম্নআয়ের মানুষ কিংবা মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী মূল্যের নিত্যপ্রয়োজনীয় বিক্রির বিষয় অনেকে জানেন না।

নিউমার্কেটের এক মুদি দোকানি টিসিবির দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসেন। সঙ্গে দোকানের বিক্রয়কর্মীসহ চারজন বন্ধু নিয়ে এসেছেন। দুবার করে লাইনে দাঁড়াবেন। টিসিবির পাঁচ লিটার তেল ৪০০ টাকা। এমন পাঁচ লিটারের ১০টি কন্টিনার কিনতে পারলে এক হাজার টাকা লাভ হবে। টিসিবি থেকে কেনা তেল নিজের দোকানে নিয়ে বিক্রির ভাবনায় কয়েক দিন ধরে তিনি টিসিবির লাইনে এসে দাঁড়ান। সদর হাসপাতাল সড়কের কাছে গতকাল টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল। এ সময় কালো রঙের একটি প্রাইভেট কার এসে থামে। গাড়ি থেকে এক গৃহিণী নেমে লাইনে দাঁড়িয়ে পাঁচ লিটার তেল, দুই কেজি পিয়াজ, এক কেজি ডাল নিলেন। একই লাইনে ঘরের গৃহকর্মীকেও দাঁড় করান। পরিচয় গোপন রেখে ওই গৃহবধূ জানান, তার স্বামী ব্যবসায়ী। বাড়ি নগরীর দ্বিতীয় মুরাদপুরে। বেশি করে টিসিবির পণ্য কিনবেন বলে গৃহকর্মীকে সঙ্গে নিয়ে এসেছেন। ডিসি অফিসের সামনে টিসিবির পণ্য কিনতে মুখে মাস্ক লাগিয়ে আসেন কয়েকজন কিশোরী। তারা জানান, তাদের বাসার মালিক টাকা দিয়ে পাঠিয়েছে। টিসিবির ডিলার আব্বাস উদ্দিন জানান, উচ্চবিত্ত-নিম্নবিত্ত দেখার সুযোগ নেই। লাইনে দাঁড়িয়ে কেউ টাকা দিয়ে পণ্য নিলে তো আমরা না করতে পারি না। জানা যায়, প্রতি উপজেলায় একটি টিসিবির দোকানে পণ্য বিক্রি করে যা চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। অপরদিকে দোকান কম হওয়ায় মানুষের ভিড় থাকে। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সচেতন নাগরিক কমিটির কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু জানান, টিসিবির পণ্য উচ্চবিত্তদের জন্য নয়। আর নগরীর যেসব স্থানে নিম্নআয়ের অনেক মানুষের বাস সেখানে টিসিবির গাড়ি পৌঁছায় না। ফলে পরিকল্পনার অভাবে সরকারের উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, টিসিবির পণ্য যেন নগরীর নিম্নআয় অধ্যুষিত এলাকায় পৌঁছায় তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

সর্বশেষ খবর