বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কর্মহীন ৪০ হাজার পরিবারের দায়িত্ব নিলেন এমপি শিবলী

দিনাজপুর প্রতিনিধি

করোনার প্রভাবে বেকার হয়ে পড়া হতদরিদ্র ৪০ হাজার অসহায় পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এরই মধ্যে তার ব্যক্তিগত তহবিল থেকে ৪০ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিভিন্ন গোডাউনে কয়েকটি স্বেচ্ছাসেবক টিম এই খাদ্যসামগ্রী প্যাকেটিংয়ের কাজ করছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিবলী সাদিক জানিয়েছেন। শিবলী সাদিক বলেন, করোনাভাইরাসে সারা বিশ্ব আতঙ্কিত। তাই চার উপজেলার অসহায় পরিবার যাদের প্রতিদিনের কর্মে চলে সংসারের চাকা, তাদের প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী কেনার জন্য তিনি ১০ লাখ দিয়েছেন।

সর্বশেষ খবর