বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ছাগল খোয়াড়ে দেওয়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুরে ভুট্টাখেত খাওয়ায় ছাগল খোয়াড়ে  দেওয়া নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে বুধবার জেলহাজতে পাঠিয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম রুস্তম মিয়া (৭২)। তিনি মিঠাপুকুর উপজেলার আবিরেরপাড়া গ্রামের মৃত মেরাজ উদ্দিনের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরেরপাড়া গ্রামের কৃষক সাজু মিয়ার ভুট্টাখেত খাচ্ছিল পাশের মামুদেরপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের একটি ছাগল। এ সময় সাজু ছাগলটি ধরে স্থানীয় খোয়াড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমগীর। তার বড় ভাই জাহাঙ্গীরের নেতৃত্বে ১০/১৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাজু ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ সময় তাদের হামলায় সাজুর পক্ষের রুস্তম মিয়া, রুবেল, রাসেল, জিয়ারুলসহ ৫ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ছোটভাই নুর নবী মিয়া (৬৯) বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর