বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মুন্সীগঞ্জে ৬৮০ বেদে পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ৬৮০ বেদে পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

মুন্সীগঞ্জে উত্তরণ ফাউন্ডেশনের খাদ্য বিতরণ -বাংলাদেশ প্রতিদিন

করোনা দুর্যোগ মোকাবিলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে মুন্সীগঞ্জে ৬৮০ বেদে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। জেলা পুলিশের আয়োজনে গতকাল লৌহজং উপজেলার বিভিন্ন গ্রামের ৫৫০ বেদে পরিবারের মধ্যে হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এবং সদর উপজেলাার মীরকাদিম বেদে পল্লীর ১৩০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বিপিএম-এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জিহাদ উল কবীর, নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাক উজ্জামান, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, মীরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, সদর থানার ওসি আনিচুর রহমান, ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী, ওসি (অপারেশন) আবু হানফ, অভিনেত্রী মোমেনা চৌধুরী প্রমুখ। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি করে পিয়াজ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর