বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

উদাসীন হাওরবাসী

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের হাওর অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেই সচেতনতা। অবাধে হাট-বাজারে চলাচলের পাশাপাশি গণজমায়েত এবং মাঠে চলছে খেলাধুলা। স্থানীয় প্রশাসন তাদের সচেতন করতে কাজ করে যাচ্ছেন।মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকার দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দিলেও হবিগঞ্জের হাওর অঞ্চলে ঘটছে এর ব্যতিক্রম। এখানকার কেউ সরকারের সেই সিদ্ধান্ত মেনে চলছেন না। মাস্ক ব্যবহারের কথা বলা হলেও সেখানে অধিকাংশ লোকজন মাস্ক ব্যবহার করছেন না। জটলা বেঁধে অবসর সময়ে আড্ডা দিচ্ছেন। হাট-বাজারে লোকজনকে অবাধে চলাফেরা করতে দেখা যাচ্ছে। হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) পাশাপাশি একাধিক যাত্রীদের বসিয়ে নিয়ে চলাচল করছে। আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার একটি মাঠে গতকাল অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। খেলা দেখার জন্য শত শত দর্শক ভিড় জমান। তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। কয়েকজন দর্শক জানান, গ্রামঅঞ্চলে করোনাভাইরাসের প্রভাব পড়বে না। এ ছাড়া এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর ও কৃষিজীবী। বাজারে মাস্কের দাম বেশি থাকায় তারা কিনতে পারছেন না। শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ আহমেদ জানান, আমরা সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিন প্রচারণা চালাচ্ছি। লোকজন সচেতন হচ্ছে না।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর