বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিশ্বনাথে প্রাইভেট চেম্বার ডাক্তারশূন্য

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

চিকিৎসাসেবা পাচ্ছেন না সিলেটের বিশ্বনাথ উপজেলার সাধারণ জনগণ। এ উপজেলায় চিকিৎসকের প্রাইভেট চেম্বার রয়েছে শতাধিক। আরও আছে ৫টি ডায়গনস্টিক সেন্টার।  প্রতিদিন এসব সেন্টারে থাকতো রোগীদের ভিড়। দেশব্যাপী করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকে চেম্বারে বসছেন না কেউ। ফলে চিকিৎসাবঞ্চিত সাধারণ রোগীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন। সংক্রমিত নয় এমন রোগের লক্ষণ নিয়েও সেবা পাচ্ছেন না আগত রোগীরা। আবার অনেকে  শারীরিক অন্যান্য সমস্যায় ভুগছেন। এমন রোগীরাও পাচ্ছেন না সেবা। নিরাপত্তা সংশ্লিষ্ট কারণে তারা চেম্বারে আসছেন না বলে জানা গেছে। গতকাল সরজমিন ঘুরে দেখা গেছে, ডাক্তার পাড়ায় সুনসান নীরবতা। চেম্বার খোলা থাকলেও নেই চিকিৎসক। কোথাও চোখে পড়েছে হাঁচি-কাশি, সর্দি-জ্বরের চিকিৎসা হয় না- এমন নোটিস দরজায় ঝুলছে। স্থানীয় ব্যবসায়ী বিলাল আহমেদ বলেন, মাকে যে চিকিৎসক নিয়মিত চিকিৎসাসেবা দিতেন তিনিও চেম্বার বন্ধ রেখেছেন। উপজেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ইমামুল হক বলেন, আমি ব্যক্তিগত কারণে ২/১ দিনের জন্য সাময়িক বন্ধ রেখেছি। এদিকে সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের সেবা চালু আছে। দেশে করোনার আগে রোগীদের ভিড় লেগে থাকতো উপজেলার প্রাইভেট চেম্বারে।

সর্বশেষ খবর