বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কর্মহীন ও দুস্থদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে : চুমকি

গাজীপুর প্রতিনিধি

কর্মহীন ও দুস্থদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে : চুমকি

আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদিকা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের সংকটে কর্মহীন, দুস্থদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে। বর্তমান সময়কে মোকাবিলার জন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। গতকাল তিনি তার নির্বাচনী এলাকার মঠবাড়ী তুমুলিয়া, জামালপুরের গোলারটেক, চাঁন্দের বাগ, সাওরাইদ বাজার, বাড়িয়া ইউনিয়নের খুদে বরমি, আমতলী, জাংগালিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র নারী-পুরুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় কালীগঞ্জ ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এবং দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। তিনি গতকাল প্রায় দুই হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, পিয়াজ ও সাবান। মেহের আফরোজ চুমকি বলেন,  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতীয় দুর্যোগের প্রতিটি মুহূর্ত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করে থাকেন। তার নির্দেশনায় এ সংকট মুহূর্তে মন্ত্রী, এমপি, দলীয় নেতৃবৃন্দ  অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকার সব নেতা-কর্মীকে কর্মহীন, দুস্থ মানুয়ের পাশে থাকার নির্দেশ দেন।

সর্বশেষ খবর