শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খাদ্য সহায়তার সপ্তম দিন পার

প্রতিদিন ডেস্ক

খাদ্য সহায়তার সপ্তম দিন পার

পাবনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থাও বন্ধ। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী ও অতিদরিদ্র জনগোষ্ঠী। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার। গতকাল সপ্তম দিনে বিভিন্ন জেলায় হতদরিদ্র খাদ্যসহায়তা পেয়েছেন। প্রশাসনের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও দেওয়া হয়েছে সহায়তা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- গোপালগঞ্জ : সদর উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান সুপারুল আলম ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ৫০০ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। এছাড়া জেলা পরিষদ সদস্য রিয়াজ রহমান শহরতলীর আশ্রায়ন কেন্দ্র স্বপ্নের ঠিকানায় ১৩০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।  পাবনা : স্কয়ার গ্রুপের সহযোগিতায় দরিদ্র ও অসহায় দিন মজুরদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ প্রতিষ্ঠানটি ৩০ হাজার মানুষকে সহায়তা করবে বলে জানিয়েছেন গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। কিশোরগঞ্জ : জেলার ঈমাম ও ওলামা পরিষদ কর্মহীন এক হাজার পরিবারের মধ্যে চাল, আলু, ডাল, তেল, পিয়াজ, লবণ ও সাবান বিতরণ করেছে। নরসিংদী : শিবপুর উপজেলার পাঁচ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। খাবার বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। মাদারীপুর : অসহায় ও স্বল্প আয়ের লোকজনের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন মাদারীপুর-৩ আসনের এমপি বাহাউদ্দিন নাছিম। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে অতিদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ফরিদপুর : সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। বরিশাল : কর্মহীন শ্রমিকদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে বসুন্ধরা শিল্প পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান কিংব্রান্ড সিমেন্ট কর্তৃপক্ষ। গতকাল প্রথম দিনে নগরীর বিভিন্ন স্থানে ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। নেত্রকোনা : জেলা প্রশাসক ও পৌর সভার পক্ষ থেকে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া ব্যক্তি উদ্যোগে কিছু স্থানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর : রমিগতি উপজেলার কমল নগরে আওয়ামী লীগ নেতা আব্দুসজ্জাহের সাজুর উদ্যোগে অসহায় জনগণের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মাগুরা : জেলার তিন হাজার কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। নোয়াখালী : হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুল। কিশোরগঞ্জ : হোসেনপুর উপজেলার বিভিন্ন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলাম মনিনের উদ্যোগে ৫০০ পরিবারের মধ্যে চাল ও ডাল বিতরণ করা হয়। ময়মনসিংহ : জেলার বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে কয়েক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। গাজীপুর : সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে কোনাবাড়ী এলাকায় হিজরা ও কর্মহীন ৬০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। গতকাল এ সহায়তা কর্মসূচী শুরু হয়েছে। চলবে ১৫ দিন। টঙ্গী : গাজীপুর মহানগর যুবদলের প্রভাষক বসির উদ্দিন আহমেদ ও হাজী জসিম উদ্দিন ভাট, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি সেলিম খান, টঙ্গী নেত্রকোনা জেলা কল্যাণ সমিতি গাজীপুরের উদ্যোগে লুৎফুজ্জামান লিটনের নেতৃত্বে খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়া টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাবান বিতরণ ও  জীবণুনাশক স্প্রে ছিটানো হয়। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে অসহায় ও দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, রুবেল সরকার, সোহাগ হোসেন,  রিপন মাহমুদ, আরিফ হোসেন, অনিক খান প্রমুখ। দাউদকান্দি : দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ শতাধিক কর্মহীন অসচ্ছল নর-নারীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রৌসন আলী মাস্টার, বশিরুল আলম মিয়াজী, ইঞ্জি. মহিউদ্দিন শিকদার, সালাউদ্দিন রিপন, জাকির নেওয়াজ সোহেল, মো. সাত্তার তালুকদার, শাহজাহান খন্দকার। অপরদিকে আব্দুল লতিফ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সহ¯্রাধিক নারী-পুরুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। আরমান চৌধুরী রুবিনের সভাপতিত্বে সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাওগাত চৌধুরী পিটার, সুমন খন্দকার। মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আ. লতিফ সরকারের ব্যক্তিগত উদ্যোগে ওই ইউনিয়নে পাঁচ শতাধিক হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, ইউপি চেয়ারম্যান আ. লতিফ সরকার প্রমুখ।

সর্বশেষ খবর