শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত

প্রতিদিনি ডেস্ক

সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত

শেরপুরে সামাজিক দূরত্ব না মানার চিত্র

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশনা রয়েছে। নিষিদ্ধ করা হয়েছে গণজামায়েত ও সভা-সমাবেশ। সরকারের এ নির্দেশনা কার্যকর করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ ছুটির প্রথমদিকে মানুষ বাইরে কম বের হলেও গতকাল বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক হাট-বাজারে লোকজন একত্রিত হয়েছেন সামাজিক দূরত্ব না মেনেই। সড়কে যানবাহন সংখ্যাও ছিল বেশি। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : নগরীর রাজগঞ্জে কেউ কিনছেন কলা, কেউ তরমুজ। পাল্লা দিয়ে যাত্রী ডাকছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। প্রশাসন থেকে নগরীতে সামাজিক দূরত্ব কমানোর উদ্দেশ্য জনসমাগম বন্ধের আহ্বান জাননোর পরও বেড়েছে সাধারণ মানুষের পদচারণা। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে গিয়ে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে নগরীর টমছমব্রিজ ও কান্দিরপাড়েও অন্যদিনের চেয়ে গতকাল বেশি মানুষ দেখা গেছে। নগরীর বিসিক শিল্পনগরীর অধিকাংশ কারখানা চালু রয়েছে। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ক্রেতা সমাগম বেড়েছে। লাকসামের দৌলতগঞ্জ বাজারেরও একই অবস্থা। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামেরী হাসান জানান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জনসাধারণকেও সচেতন হতে হবে। দিনাজপুর : গত চার দিন শহর ও শহরতলি প্রায় জনশূন্য থাকলেও গতকাল সকাল থেকে সর্বত্র লোকজনের অবাধ বিচরণ এবং যানবাহন চলাচল বেড়েছে। প্রশাসনেরও তৎপরতা ছিল কিছুটা ঢিলেঢালা। এই সুযোগ নিয়ে লোকজন সামাজিক দূরত্ব বজায় আইন অমান্য করে অবাধে চলাচলা করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ উপার্জনের সন্ধানে বের হয়েছে। হাট-বাজারে একই অবস্থা। শেরপুর : জেলার সর্বত্র ভিড় বেড়েছে মানুষের। রাস্তায় বের হয়েছে অনেক গাড়ি। বাজারে মানুষের উপচেপড়া ভিড় ছিল গতকাল। শহরে চা স্টলগুলো বন্ধ থাকলেও গ্রামের অবস্থা ভয়াবহ। গ্রামাঞ্চলের হাট-বাজারে চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। সকালের দিকে কিছুটা কম হলেও বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের চায়ের দোকানে বাড়ছে লোক সমাগম। টঙ্গী : সূর্য উঠার আগেই ভিড় জমতে শুরু করে গাজীপুরের টঙ্গী মরকুন গুদারাঘাট এলাকায় পাইকারি কাঁচাবাজারে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে সরকারি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে গতকাল সাপ্তাহিক হাট বসে। ওই হাটে অন্তত পাঁচ হাজার লোক জমায়েত হয়। পুলিশ জানায়, নৌ-বাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে জমায়েত হওয়া লোকজনকে সরিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর