শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রোগীশূন্য ক্লিনিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে কিশোরগঞ্জের ক্লিনিক ও চিকিৎসকদের চেম্বার। রোগী না থাকায় কয়েকটি প্যাথলজি ও ক্লিনিক সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক চিকিৎসক প্রাইভেট প্র্যাক্টিসও বন্ধ রেখেছেন। কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি সড়কে কয়েকটি ক্লিনিক ও প্যাথলজিতে কয়েকদিন আগেও প্রতিদিন রোগীর ভিড় থাকত। করোনাভাইরাসের প্রভাবে এখন সেখানে রোগী নেই বললেই চলে। ডিজি ল্যাবের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাচ্চু জানান, এখন প্রতিদিন গড়ে ২-৩ জন রোগী আসছেন।

অথচ চিকিৎসকরা প্রতিদিনই সময় দিচ্ছেন। রোগী না আসায় তারা অলস সময় কাটিয়ে চলে যান। শহরের পুরান থানা এলাকার এ্যাপোলো হেলথ কেয়ারের চেয়ারম্যান সেলিম জাবেদ জানান, রোগী না থাকায় প্রতিষ্ঠানটি এক সপ্তাহ আগে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। জানা যায়, বেশির ভাগ মানুষ এখন ঘরবন্দী। কেউ কেউ অসুস্থ হলে চিকিৎসকদের চেম্বারে না গিয়ে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। ঠা-াজনিত রোগে কেউ আক্রান্ত হলেও ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না।

শুধু জটিল রোগীদের হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর