শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘দেশে নাকি অসুখ আইছে, কেউ ভিক্ষা দেয় না’

বেনাপোল প্রতিনিধি

৬ দিন পর গতকাল সকালে ভিক্ষা করতে বের হন রাহেলা বেগম (৫৯) নামে এক হতদরিদ্র। সকাল থেকে ভিক্ষা পাওয়ার চেয়ে তাকে মন্দ কথাই শুনতে হয়েছে বেশি।

সকাল, দুপুর গড়িয়ে বিকালে রাস্তায় দাঁড়িয়ে রাহেলা বলেন, ‘টানা ৬ দিন ভিক্ষার জন্য বের হইনি। বাড়ি বসে জমানো খাবার খেয়েছি। দেশে নাকি কি অসুখ আইছে, কেউ ভিক্ষা দেয় না। রাস্তায় দাঁড়িয়ে আছি কোনো মানুষ নাই, দুই-একজন আছে তারাও ভিক্ষা দিতে চায় না। মন্দ কথাই বেশি বলে। টাকা চাইলে বলে দেশের খবর শোনেন নাই? কেন ভিক্ষা করতে নেমেছেন? তখন চুপ থাকি।’ রাহেলা যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের জাবেদ আলীর স্ত্রী। স্বামী মারা গেছে ২০০৭ সালে। তার কোনো সন্তান নেই। রাহেলা জানান, তার কাছে কোনো সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগে সাহায্য নিয়ে কেউ আসেনি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার বলেন, দেশের এই দুর্যোগের সময় সমাজের বিত্তবান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।

সর্বশেষ খবর