শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বৃষ্টিতে স্বস্তি কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল বৃষ্টি হয়েছে। এতে তীব্র গরমে অনেকটা স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হলেও ফসলের ক্ষতি হয়নি বলে জানা গেছে। চৈত্রের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তার ওপর করোনাভাইরাসের প্রভাবে চারদিকের পরিবেশ অনেকটা গুমোট। এমন অবস্থায় গতকাল দুপুরে কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, মিঠামইন ও ইটনা উপজেলার বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বাজিতপুরের হোসেন মাহবুব কামাল জানান, দুপুরে ২টার দিকে হালকা শিলা বৃষ্টি শুরু হয়ে প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। ইটনার ছিলনী গ্রামের রাকিবুল হাসান রুকেল ও বড় হাতকবিলা গ্রামের নাজিরুল হক নজর জানান, শিলা বৃষ্টি প্রায় ৮-১০ মিনিট স্থায়ী ছিল।

এতে গরমের প্রভাব অনেকটা কমেছে। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইফুল আলম জানান, হাওর অঞ্চলের বেশকিছু স্থানে এ মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। এতে উঠতি বোরো ফসলের জন্য উপকার হবে। হালকা শিলা বৃষ্টিতে ফসলের ওপর বিরূপ প্রভাব পড়বে না বলেও তিনি জানান।

সর্বশেষ খবর