শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কলেজ শিক্ষার্থীর মানবিক উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

নাম খায়রুল ইসলাম রোমান। পড়াশোনা করেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে। গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই এগিয়ে যান সেবামূলক কাজে। কারও পড়ালেখার টাকা নেই, বই কেনার সামর্থ্য নেই কিংবা মেসের বিল দিতে পারছেন না, সাধ্যমতো এগিয়ে গেছেন রোমান। কারও রক্ত দরকার-দিতে কার্পণ্য করেননি কখনো। বর্তমানে করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র মানুষ মানবেতর দিনযাপন করছেন তখন রোমান নিজের জমানো অর্থ এবং পরিবারের সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন। তার নেতৃত্বে এক সপ্তাহ ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রোমান ও তার টিম বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে বাসায় বসে প্যাকেটবদ্ধ করেন। পরে খাবারসহ টিমের সদস্যদের নিয়ে বোিয়ে পড়েন ছিন্নমূল মানুষের জন্য। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল ও একটি সাবান। তারা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও শুরু করেছেন।

সর্বশেষ খবর