শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দোকানপাট খোলা রাখার সময় বেঁধে দিল মসিক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আওতাধীন এলাকায় কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ শুক্রবার থেকে এমন নির্দেশ কার্যকর হবে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, সব মুদি দোকান সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং সব কাঁচামালের দোকান সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দিয়েছেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

সর্বশেষ খবর