শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

‘ঘরে থাকুন খাবার পৌঁছে দেব’

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, করোনাভাইরাস আমাদের দেশের ওপর যে আঘাত এনেছে তার থেকে মুক্তি পেতে হলে আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। সরকারের পক্ষ থেকে গবির দরিদ্র মানুষের জন্য পর্যায়ক্রমে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আপনাদের বাড়ি বাড়ি এসে খাবার পৌঁছে দেব। সরকারের পাশাপাশি আমরা নিজ উদ্যোগেও ঘরে ঘরে নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি  এসব গবির দরিদ্র মানুষের সহায়তা করার জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আসুন দেশের এই দুর্যোগে আমরা সবাই বেঁচে থাকি একে অন্যের সাহায্যে। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ঘরবন্দী খেটে খাওয়া শ্রমজীবী দুস্থ মানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

-শ্রীমঙ্গল প্রতিনিধি

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বালতির পানিতে ডুবে রোহান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মুরাদনগর উপজেলা সদরের ওমান প্রবাসী মনির হোসেনের ছেলে। বৃহস্পতিবার উপজেলা সদরের নুরুল ইসলাম ওরফে কালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। -কুমিল্লা প্রতিনিধি

সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের সুরক্ষাসামগ্রী উপহার দিলেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। গতকাল দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এসব সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী আজহার উদ্দিন। সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল- সার্জিকেল মাস্ক, গ্লাভস, মপ ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, অ্যান্টি হিস্টামিনসহ বিভিন্ন জাতের ওষুধ। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিককে এসব সামগ্রী দেওয়া হয়।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চিকিৎসকদের পিপিই দিয়েছে জেলা পরিষদ

করোনা পরিস্থিতিতে স্থানীয় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পল্লী চিকিৎসকদের পিপিই, হ্যান্ডগ্লাভস, সার্জিক্যাল ক্যাপ ও মাস্ক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। এ ছাড়া জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। গতকাল জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের উদ্যোগে বড়াইল, কৃষ্ণনগর, বীরগাঁও, বিদ্যাকুট, নাটঘর, কাইতলা উত্তর, নবীনগর পূর্ব ও সদর এলাকার ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই, হ্যান্ডগ্লাভস, সার্জিক্যাল ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তার সূচি উপস্থিত ছিলেন। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অস্ত্র গুলিসহ আটক

একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুস শহীদকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার চান্দভরাং গ্রামের দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শহীদ স্থানীয় বল্লভপুর গ্রামের তহির আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। গতকাল তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। -বিশ্বনাথ প্রতিনিধি

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মালিগাঁও গ্রামের সবুর মিয়া ও রবি মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর