শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে লোকসানের মুখে দুগ্ধ খামারিরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে লোকসানের মুখে দুগ্ধ খামারিরা

করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলার ব্যক্তি উদ্যোগসহ দুগ্ধ খামারিরা বিপাকে পড়েছেন। বাজারে দুধের চাহিদা না থাকায়, তারা পানির দামে দুধ বিক্রি করছে। এতে প্রতিদিন হাজার হাজার টাকা লোকসানে পড়েছে দুগ্ধ খামারিরা। ফুলবাড়ী উপজেলার সাদিক ডেইরি ফার্মের মালিক শিবলি সাদিক বলেন, তার খামারে ১৪টি গাভী রয়েছে। প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৩০ কেজি দুধ উৎপন্ন হয়। শহরের হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় এই দুধ তিনি বাজারে বিক্রি করতে পারছেন না। এতে করে তাকে প্রতিদিন ৬ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, তার ছোট খামারে যদি প্রতিদিন ৬ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হয়, তাহলে বড় খামারিদের লোকসান আরও বেশি। শিবলি সাদিক বলেন, এই অবস্থা চলতে থাকলে তাকে খামারের গরু বিক্রি করে খামারের কর্মচারির বেতন ও গরুর খাবার কিনতে হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম জানান, জেলায় নিবন্ধিত দুগ্ধ খামারি রয়েছে ১ হাজার ৩০০টি। এছাড়া অনিবন্ধিতসহ জেলায় দুই হাজার দুগ্ধ খামারি রয়েছে। সবারই একই অবস্থা।

সর্বশেষ খবর