শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অষ্টম দিনে খাদ্য সহায়তা পেল ১৮ হাজার পরিবার

১৬ জেলার চিত্র

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থাও বন্ধ। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী ও অতিদরিদ্র জনগোষ্ঠী। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার। গতকাল অষ্টম দিনে বিভিন্ন জেলায় ১৭ হাজার ৭৫৬ হতদরিদ্র খাদ্য সহায়তা পেয়েছেন। প্রশাসনের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও দেওয়া হয়েছে সহায়তা। কুষ্টিয়া : কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের পাঁচ শতাধিক খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পেঁৗঁছে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়াম্যান সালাহউদ্দিন খান তারেক। এ সময় আরিফুজ্জামান, রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিত করে অসহায় ও দুস্থদের ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। কুষ্টিয়া পৌরসভার এক হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও একটি করে মাক্স দেওয়া হয়। রাজবাড়ী : পাংশা পৌর এলাকার অসহায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন জেলা আওয়ামী লীগ সদস্য জিল্লুল হাকিম এমপির ছেলে আশিক মাহমুদ মিতুল। গোপালগঞ্জ : কোটালীপাড়া উপজেলায় ৮০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বিভিন্ন এলাকা ঘুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। অন্যদিকে জেলা শহরের ইমাদ পরিবহনের উদ্যোগে ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া যমুনা গ্রুপের কাশিয়ানীর রামদিয়া বাজারের ডিলার ফরহাদ হোসেন শতাধিক দরিদ্র লোকের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর কমিউনিটি পুলিশের উদ্যোগে পৌরসভার দুই হাজার কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী তার ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। নাটোর : কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে মারইয়াম ফাউন্ডেশন। শহরের বিভিন্ন এলাকায় গতকাল ১০০ পরিবারের মাধ্যে চাল, ডাল, সয়াবিনসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন কোয়েল। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোর সার্কিট হাউসে নিজ উদ্যোগে ৮ হাজার মাক্স, ৮ হাজার গ্লাভস ও ৫০০ পিপিই প্রদান করছেন জেলা প্রশাসক শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের হাতে। টাঙ্গাইল : সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসক কর্মহীন তিন হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে। এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমি চত্বরে ১৫০ জন কর্মহীন সেলুন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। মুন্সীগঞ্জ : সাত শতাধিক দুস্থ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং করোনাভাইরাস থেকে রক্ষায় দেশ ও বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ভূঁইয়া এবং লিটন গাজী নিজ অর্থায়নে গতকাল পূর্ব শিলমন্দি এলাকায় এ খাদ্যসামগ্রী দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। বাগেরহাট : মোংলায় খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মোংলা স্থায়ী বন্দরের পাওয়ার হাউস এলাকায় ১০০ পরিবারের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। বগুড়া সারিয়াকান্দি পাবলিক মাঠে নিরাপদ দূরুত্ব বজায় রেখে স্থানীয় দোস্ত সংগঠনের উদ্যোগে ১০০ কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : আনোয়ার অটোরাইস মিলের মালিক আনোয়ার হোসেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ড ভ্যানের দেড় হাজার শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। অপরদিকে শিবগঞ্জে ২০০ মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছে মধুমতি বিজনেস ডেভেলপমন্টে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। জামালপুর : সদর উপজেলার দক্ষিণ কৈডুলা পটলপাড় গ্রামে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ১০৬টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ : জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমানের পক্ষে দুই শতাধিক অসহায় লোকজনদের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়া চৌধুরী বাজার কাঁচামাল হাটের ব্যবসায়ী জুয়েল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক দরিদ্র লোকজনকে খাবার সহায়তা দেওয়া হয়েছে। মেহেরপুর : সদর উপজেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাঁচটি ইউনিয়নের এক হাজার ১৫০টি পরিবারের মধ্যে গতকাল এ খাদ্যসামগ্রী পাঠানো হয়। মানিকগঞ্জ : সিংগাইরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সফিউল আরেফিন টুটুলের নিজ অর্থায়নে ৫ শতাধিক মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।   নকলা : শেরপুরের নকলায় হতদরিদ্রদের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। গত দুই দিনে তারা ১০০ পরিবারে চাল, আলু, লবণ ও একটি করে সাবান বিতরণ করেন। উপজেলার কলাপাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এ আর মিন্টু ফাউন্ডেশন। এ সময় আলমগীর আজাদ, অ্যাডভোকেট খোরশেদুল আলম, শহিদুল আলম, নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার তিন হাজার ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নকলা উপজেলা প্রশাসন। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে অসহায় চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বন্ধু চিরন্তন-৯২ কল্যাণ ট্রাস্ট। লালমাই : কুমিল্লার লালমাইয়ে ব্যক্তিগত অর্থায়নে এলাকার ৩০০ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মজুমদার দুলাল।

সর্বশেষ খবর