শিরোনাম
শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খাবারের জন্য দুই সন্তানকে নিয়ে রাস্তায় মকসেদা

ঠাকুরগাঁও প্রতিনিধি

খাবারের জন্য দুই সন্তানকে নিয়ে রাস্তায় মকসেদা

‘পাঁচ দিন ধরে খাবার নেই বাড়িতে। ধারদেনা করে দুই ছেলে ও দুই মেয়েকে কোনোমতে খাবার খাইয়েছি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে খাবার শেষ। কেউ সহযোগিতা করছে না। শুনেছি উপজেলা পরিষদে চাল, ডাল দিচ্ছে। এখানে এসে শুনলাম সেগুলোও নাই। বাচ্চাগুলো সকাল থেকে মুড়ি খেয়ে আছে। এখন কী করব, কীভাবে খাবার জোগাড় করব।’ কান্নাজড়িত কণ্ঠে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে কথাগুলো বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিনিধিকে বলছিলেন মকসেদা বেগম। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কুশলডাঙ্গী (আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে) গ্রামে। চার মাস আগে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনিও অসুস্থ। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়ে এখন পথে পথে ঘুরছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে দুই দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি। দেখা না পেয়ে উপজেলা পরিষদে আসার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। সেখানে এসেও কারও দেখা না পেয়ে বাড়িতে ফিরে গেলেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর