শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অসহনীয় লোডশেডিং কুমিল্লা নগরীতে

কুমিল্লা প্রতিনিধি

গ্রীষ্মকাল শুরুর আগেই অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে কুমিল্লাজুড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু-বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। নগরীর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলছে লোডশেডিং।  এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজনের তৎপরতায় ঘাটতি রয়েছে। দেখা যায় কোথাও ট্রান্সফার্মার নষ্ট হয়েছে। ৩০ মিনিটে বিকল ট্রান্সফার্মার ঠিক করা যাবে। সেখানে বিদ্যুৎ বিভাগের লোকজন দুই ঘণ্টা পর পৌঁছায়।

এ ছাড়া গ্রাহকরা অভিযোগ দিতে গেলেও বিড়ম্বনায় পড়ি। একটি টেলিফোন নম্বর দেওয়া আছে। সেখানে ফোন বাজতে থাকে কেউ রিসিভ করে না। সাংবাদকর্মী সাইয়িদ মাহমুদ পারভেজ বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে থাকি। আমার এলাকা বিদ্যুৎ বিতরণ-১ এর অধীন। এখানে ঘন ঘন লোড শেডিং হচ্ছে। এভাবে লোডশেডিং হলে হোম কোয়ারেন্টাইন করা অসম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন স্কুল বন্ধ। এই সময়ে বিদ্যুৎ না থাকার কারণে ‘আমার ঘর আমার স্কুল’ অনুষ্ঠান দেখতে পারছে না সন্তানরা। কুমিল্লা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহ বলেন, ‘লোডশেডিংয়ের বিষয়ে যেসব অভিযোগ রয়েছে তা পুরোপুরি সত্য নয়। লাইন সংস্কারের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। তা-ও খুব অল্প সময়ের জন্য।’ এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের পর থেকে কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, নাঙ্গলকোটসহ বিভিন্ন উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ ছিল না।

সর্বশেষ খবর