শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাগেরহাটে রোগীশূন্য হাসপতাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে রোগীশূন্য হাসপতাল

বাগেরহাটে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে একমাত্র সদর হাসপাতাল। বাগেরহাট জেলা শহরের একমাত্র ১০০ শয্যার এ সরকারি হাসপালটিতে আগে যেখানে রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হতো। হাসপাতালের বেড ছাড়াও বারান্দায়ও রোগীতে ঠাসা থাকত সেখানে এখন প্রায় রোগীশূন্য থাকায় হাসপাতালের খালি বেডগুলো খাঁ খাঁ করছে। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন জানান, মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে এখন রোগীশূন্য প্রায় বাগেরহাট সদর হাসপাতাল। বাগেরহাট জেলা শহরের একমাত্র ১০০ শয্যার এ সরকারি হাসপালটিতে প্রতিদিন যেখানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যসেবা নিতে আউটডোরে ৫০০ থেকে ৫৫০ রোগী আসত। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এখন সেখানে রোগী আসার সংখ্যা কমে ১০০ জনে এসে দাঁড়িয়েছে। প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০ রোগীকে হাসপাতালে ভর্তি করা হতো। সেখানে এখন নতুন কোনো রোগী ভর্তি হতে আসছে না। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে মহিলা-শিশুসহ সর্বমোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যাও কমে আসছে।

সর্বশেষ খবর