শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘৯৯৯’-এ কল দিলেই খাদ্য

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

‘৯৯৯’-এ কল করলেই খাদ্য সহায়তা পাচ্ছেন করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ। চাহিদা জানার পর কর্মহীনদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। সরকারি নির্দেশনা মেনে গাড়ি বন্ধ রেখে বাড়িতেই অবস্থান করছিলেন সিলেটের উপজেলা সদরের পূর্ব চান্দশিরকাঁপন গ্রামের মাইক্রোবাস চালক সুহেল। নিত্য আয়-রোজগার না থাকায় খাদ্য সংকট দেখা দেয় তার সংসারে। ছয় সদস্যের পরিবার নিয়ে যাচ্ছিল চরম দুঃসময়। এ অবস্থায় তার স্ত্রী গত বৃহ¯প্রতিবার ‘৯৯৯’-এ ফোন করে নিজেদের অসহায়ত্বের কথা জানান। কিছুক্ষণ পর খাদ্য সহায়তা নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। তারা পায় ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল ও একটি সাবান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, সহায়তা পাওয়ার উপযুক্ত কেউই অভুক্ত থাকবেন না।

 সরকারি নির্দেশনায় কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি আমরা। পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগেও দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর