শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেনাপোল দিয়ে বন্ধ আমদানি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ভারতে ছুটি এবং ভারতে চলছে লকডাউন। ফলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর এলাকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি মোকাবিলায় স্বল্প পরিসরে বেনাপোল বন্দর চালু রাখার নির্দেশ দেয়। যাতে ভারত থেকে পচনশীলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বাধাগ্রস্ত না হয়। ভারতজুড়ে লকডাউন থাকায় বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমস এলাকা প্রায় জনশূন্য। ফলে এ মুহূর্তে বাংলাদেশ-ভারত কাঁচামালসহ কোনো নিত্যপ্রয়োজনীয় মালামাল আমদানি-রফতানি করা সম্ভব হচ্ছে না। বেনাপোলের কাঁচামাল আমদানি কারক রবিউল ইসলাম বলেন, পিয়াজ, আদা, রসুন, শুকনা মরিচ, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সবচেয়ে কম সময়ে ভারত থেকে আমদানি করা যায়। এ সব পণ্যের আমদানি ও সরবরাহ নিশ্চিত করা গেলে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালে থাকবে। বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনায় তারা হাউসে অবস্থান করছেন। পণ্য আমদানির ব্যাপারে ভারতীয় কাস্টমস ও বন্দরের লোকজনের মনোভাব নমনীয় থাকলেও লকডাউনের কারণে আমদানি সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর