শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আশ্রয়ণ প্রকল্পের ১৫০ পরিবার খাদ্য সংকটে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার রাজারপাট ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা দেড়শ পরিবার খাদ্য সংকটে ভুগছে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারও রয়েছে। অনেকে ভিক্ষাবৃত্তি করে জীবন চালায়। করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত নির্দেশনায় এ গুচ্ছগ্রামের প্রায় ৫০০ মানুষ এখন ঘরবন্দী। অধিকাংশ মানুষই শ্রমিক এবং দিন আনে দিন খায়। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয় বলে কিছু নেই এখন। সন্তান ও সংসার নিয়ে তারা উদ্বিগ্ন। মুক্তিযোদ্ধা সৈনিক বসির উদ্দীন (৯২) জানান, ছেলেমেয়ে সঙ্গে নেই। প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে এখানে থাকেন তিনি। দুজনই অসুস্থ। মাছির অত্যাচারে গামছা দিয়ে পা ঢাকতে ঢাকতে তিনি জানান, বাপু গতকাল সারা দিন আর্মির লোকদের খুঁজেছি, নিজের কষ্টের কথা বলার জন্য, কিন্তু তাদের খুঁজে পাইনি। ওষুধ কিনব না বাজার করব বুঝতে পারছি না। ভিক্ষাবৃত্তি করে খান আহেদান বেওয়া (৬০)। এখানে নিজের বলে কেউ নেই তার। তিনি জানান, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে চলতাম। এখন কারও বাড়ি যাওয়া যায় না। অসুস্থ শরীরে কোনোমতে আছি। খাবার নেই। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পগুলোতে খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ওই গুচ্ছগ্রামের জন্য বরাদ্দও হয়েছে।

সর্বশেষ খবর