শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে রাখেনি গার্মেন্টকর্মী শুনে

ফিরিয়ে নেওয়ার পথে মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

করোনাভাইরাসের আশঙ্কায় নেত্রকোনা সদর হাসপাতালে আসা এক গার্মেন্টকর্মীকে হাসপাতালে ভর্তি না করায় মুমূর্ষু অবস্থায় ফিরিয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পৌর এলাকার পূর্ব মালনী শ্বশুরালয়ে গত বুধবার এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার নারায়ণ ডহর এলাকায় নিয়ে যান স্বজনরা। মৃতের নাম বাবুল (৪৭)। পুলিশ ও এলাকাবাসী জানায়, গার্মেন্টকর্মী বাবুল ২ মাস আগে ঢাকা থেকে এসে পৌর এলাকার পূর্ব মালনীতে শ্বশুরালয়ে অবস্থান করতে থাকেন। এ সময় তিনি একটি অটোরাইস মিলে শ্রমিক হিসেবে কাজ নেন। গত বুধবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা স্থানীয় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে কোনো সেবা না দিয়ে ভর্তি করতে অপারগতা প্রকাশ করে। ফেরত নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমন গুজবের মধ্যে মালনী আমগাছতলা মসজিদ প্রাঙ্গণে প্রায় মুসল্লিশূন্য অবস্থায় জানাজা অনুষ্ঠিত হয়। ভয়ে লাশের কাছে কেউ যেতে চাননি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফখরুজ্জামান জুয়েল জানান, মৃত ব্যক্তি করোনা রোগী ছিলেন না। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. টিটু রায় জানান, ডাক্তারদের ডিউটি তো শিফটিং তাই বলা যাচ্ছে না ঘটনার দিন কে ছিলেন বা রেফার্ড করেছিলেন কিনা।

সর্বশেষ খবর