শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কাম না করলে খামু কি?

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোস্তাফিজার রহমান (৩৮)। বাড়ি বদরগঞ্জ উপজেলার বকসিপাড়া গ্রামে। পেশায় রিকশাচালক। মোস্তাফিজারের ২ সন্তানের মধ্যে বড় ছেলে দশম ও ছোট ছেলে নবম শ্রেণিতে পড়ে। আগে রিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে চারজনের সংসার টেনেটুনে চলতো। এখন করোনার ভয়ে মানুষ তেমন বাইরে বের হচ্ছে না। আয়-রোজগারও থেমে গেছে তার। পেটের দায়ে বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন। তার মতো গতকাল বদরগঞ্জ পৌরশহর ঘুরে অনেক রিকশচালককে মোড়ে মোড়ে অলস সময় পার করতে দেখা গেছে। মোস্তাফিজার রহমান এই প্রতিবেদককে বলেন, ‘প্যাটের আগুন বড় আগুন, কাম না করলে খামু কি? উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। বিত্তবান মানুষের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর