শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নদী পারাপারে নৌকাই ভরসা

দিনাজপুর প্রতিনিধি

নদী পারাপারে নৌকাই ভরসা

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারদিকেই ছোঁয়া লেগেছে আধুনিকতার। কিন্তু স্বাধীনতার এতবছর পরেও দিনাজপুরের দুই উপজেলার মাঝে নদী পার হতে হচ্ছে নৌকা দিয়ে। দিনাজপুর সদরের ঝানঝিরা-শিঙ্গানগরের মাঝে বহমান আত্রাই নদীর ফিরিঙ্গি ঘাট দিয়ে আজও পারাপার হতে হয় নৌকা দিয়ে। ফিরিঙ্গি ঘাট দিয়ে নদী পারাপারে নৌকাই হাজারো মানুষের ভরসা। ওইসব এলাকার মানুষ নদীর উপর একটি সেতু নির্মানের দীর্ঘদিন থেকে দাবী জানিয়ে আসলেও আজও সাড়া পায়নি তারা। খর¯্রােতা আত্রাই নদী বর্ষায় নদীর পার ভেঙ্গে ফুলে- ফেঁপে ভয়ঙ্কর রূপ নেয়। তখন নৌকায় পার হতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভয় পায়। তখন ইঞ্জিন চালিত নৌকা চলে। আবার শুষ্ক মওসুমে নদীর অর্ধেকে জেগে ওঠে চর। তখন বালুর চর পায়ে হেটে কিছুদুর গিয়ে নৌকায় পার হতে হয়। এতেও দূর্ভোগ কমে না। ‘ফিরিঙ্গি’ নদীর ঘাট দিয়ে নৌকায় পারাপার হয় দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপি ও ফাজিলপুর ইউপির বীরগাও, ঝানঝিরা, রানীপুর, হরিরামপুর, ফুলবন, ঘোষপুরসহ ১০ গ্রাম এবং চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির শিঙ্গানগর, নশরতপুর, ওকড়াবাড়ী, বাংলাবাজার, গন্ধরগাওসহ কয়েক গ্রামের মানুষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর