শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

অগ্নিকাণ্ড

মাগুরা সদর উপজেলার গোয়ালখালী গ্রামে অগ্নিকান্ডে  তালেব শেখ নামে এক কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে একাধিক গরু, ছাগল ও কবুতর। অগ্নিদগ্ধ হয়েছে আরও একাধিক গরু, ছাগল। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারে অগ্নিকান্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। -প্রতিদিন ডেস্ক

খাদ্য পেলেন ১৫০০ হতদরিদ্র

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার প্রায় দেড় হাজার গরিব, শ্রমজীবী, খেটে খাওয়া, দিনমজুর, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এসব ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আলু ৩ কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, ১টি সাবান। গতকাল দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রাম থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পিপিই দিল ময়মনসিংহ পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পিপিই দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে স্থানীয় এসকে হাসপাতালের নার্সদের জন্য ১৫টি পিপিই প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী এ পিপিই স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। পুলিশ সুপার আহমার-উজ্জামান জানান, পিপিই পরিমাণে কম হলেও জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তাদের যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করা হয়েছে। -ময়মনসিংহ প্রতিনিধি

মাদারীপুরে ত্রাণ পেল হাজার পরিবার

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন। তার পক্ষে গতকাল সকাল থেকে অসহায়-গরিব ও কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর চেয়ারম্যান খালিদ হোসাইন ইয়াদ, কৃষক লীগ সভাপতি জাকির হোসাইন, বাবু শরীফ, ইলিয়াস শরীফ, এরশাদ হোসাইন উজ্জ্বল প্রমুখ। -মাদারীপুর প্রতিনিধি

পিপিই প্রদান

করোনাভাইরাস সচেতনতা ও সুরক্ষায় জাতীয় পার্টির  কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের উদ্যোগে জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে ডাক্তার ও নার্সদের মাঝে গগলস, ফেস শিল্ডসহ স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে। এ সময় ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ডা. এএএম আবু তাহের ও মাহমুদুল্লাহ, ফেরদৌসুর রহমান ৩৫টি পিপিই সেট বিতরণ করা হয়। এছাড়া ৮৮৭টি মসজিদে এক ডজন করে সাবান, জীবাণুমুক্ত করার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও কয়েকশ পরিবারের মাঝে চাল ডাল তেল পিয়াজ, আলু, লবণসহ ১৭ কেজি পরিমাণের নিত্যপণ্য ত্রাণ বিতরণ করা হয়।

-জামালপুর প্রতিনিধি

বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন যুবলীগ নেতা

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি। বৃহস্পতিবার রাতে তাঁর নিজস্ব তহবিল থেকে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড, বার্মাশীল, আদমজী বিহারী কলোনী, সুমিলপাড়াসহ বিভিন্ন এলাকার  এক হাজার পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্যসামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু ও হাত ধোয়ার সাবান।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর