শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রশাসনের হস্তক্ষেপে বকেয়া পরিশোধ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদ নগর সোনালী আঁশ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে হামলার ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষে বেতন-ভাতা পরিশোধ করেছে মালিক কর্তৃপক্ষ। মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রমজান আলী গতকাল গণমাধ্যম কর্মীদের জানান, গত মঙ্গলবারের ওই হামলায় মিলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, মিলের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কোনো সময় শ্রমিকের বেতন বকেয়া থাকতো না। বিদেশি বায়ারের কাছে মিলের অনেক টাকা বকেয়া হয়ে যাওয়ায় প্রায় ৭০০ শ্রমিকের ছয় সপ্তাহের বেতন বকেয়া পড়ে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসকে কেন্দ্র করে মিল বন্ধের আশঙ্কায় শ্রমিকেরা মিলের বিভিন্ন শাখায় হামলা করে। এতে মিলের প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। মিলের জিএম জহিরুল ইসলাম বলেন, আমাদের মিল এখনো বন্ধ হয়নি। শ্রমিকদের বকেয়া ছয় সপ্তাহের বেতন-ভাতা পরিশোধ করেছি। মিলের শ্রমিক নেতা মিজান শিকদার বলেন, উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মাধ্যমেই মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান পাটোয়ারী শ্রমিকদের সব দাবি মনে বেতন-ভাতা পরিশোধ করেছেন।

 মিলের শ্রমিক আয়েশা ও রাহেলা সাংবাদিকদের বলেন, বকেয়া বেতন পেয়েছি, আমরাও কাজে ফিরেছি। শ্রমিক নেতা মনির হোসেন বলেন, মালিক শ্রমিকদের সব বেতন পরিশোধ করায় পরিস্থিতি শান্ত।

সর্বশেষ খবর