রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

২০ জেলা-উপজেলায় খাদ্য সহায়তা পেল ২০ হাজার পরিবার

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থাও বন্ধ। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী ও অতিদরিদ্র জনগোষ্ঠী। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার। গতকাল নবম দিনে ২০ জেলা-উপজেলায় ২০ হাজারের বেশি হতদরিদ্র পরিবার খাদ্যসহায়তা পেয়েছে। প্রশাসনের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও দেওয়া হয়েছে সহায়তা। রাজশাহী : ব্যবসাপ্রতিষ্ঠান সরকার গ্রুপ সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রায় ১ হাজার ২০০ নারী-পুরুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এ বিষয়ে সরকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, তার উদ্যোগেই অসহায় মানুষের মধ্যে এ খাবার সহয়তা দেওয়া হয়। চট্টগ্রাম : দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে লোহাগাড়া উপজেলায় ৩৫০ পরিবারের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করেছেন নেতারা। গোপালগঞ্জ : কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। নেত্রকোনা : বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম। এদিকে মদন উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে কর্মজীবী স্বপ্নছোঁয়া নামের সংগঠন ১২০ জনের মধ্যে চাল ও ১ হাজার করে নগদ টাকা বিতরণ করেছে। ভোলা : জেলা বাস টার্মিনাল সংলগ্ন বেদে পল্লী ও হিজড়াদের মধ্যে জেলা প্রশাসকের পক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দেন সদর উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান। শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে ৪০০ শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। অপরদিকে চরনোবাদ শশ্মান কালী মাতার মন্দির কমিটির পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান করা হয়। এছাড়া এলাকায় ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। টাঙ্গাইল : জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিন শতাধিক নির্মাণ শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্দেশে আখাউড়া যুবলীগ নেতা আল-আমীন মোল্লার নিজস্ব অর্থায়নে আখাউড়া পৌরসভার ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। অন্যদিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর সেজামুড়ার মুক্তিযোদ্ধা ক্লাবের আয়োজনে ৬০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মুন্সীগঞ্জ : দুই শতাধিক পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। কিশোরগঞ্জ : সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু করিমগঞ্জ উপজেলায় ৩ হাজার দুস্থ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েলের ব্যক্তিগত উদ্যোগে গতকাল তার ইউনিয়নের অসহায় ৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। প্রতিজন পেয়েছেন ৫ কেজি চাল, ২ কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ, আধা লিটার সয়াবিন ও একটি সাবান। বাগেরহাট : আন্তঃজেলা বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মহীন ৮০০ পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর দূর্গারামপুরে গ্রামে বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ৫ শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ বিতরণ করা হয়। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ২৫০ কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলা যুবলীগ সভাপতি কমর উদ্দিন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে। গাজীপুর : নগীরর ৪৭ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী কবির হোসেন শিমুল ও সোহেল আহাম্মেদের নেতৃত্বে টঙ্গী তিস্তারগেট এলাকায় ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিনের উদ্যোগে গত দুদিনে ৫০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেন মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। এদিকে মহানগরের গাছা মধ্যপাড়ায় কয়েকশ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন রাসেল সরকার নামে স্থানীয় এক যুবক। সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম এবং পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম গতকাল ৭০ জন তৃতীয় লিঙ্গের এবং পিরোজপুর ইউনিয়নের ২৫০ প্রতিবন্ধীকে ত্রাণ সামগ্রী দিয়েছেন। দাউদকান্দি : দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যক্তি উদ্যোগে প্রায় ২ হাজার হতদরিদ্রকে খাবার সহয়তা দেন তিনি। এদিকে দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে গতকাল ৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ খবর