রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নেচে নেচে সচেতন করছেন ওসি

সাতক্ষীরা প্রতিনিধি

নেচে নেচে সচেতন করছেন ওসি

মানুষকে সচেতন করতে সাধারণ মানুষদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসাইন। তিনি গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে যেয়ে প্রচারণার পাশাপাশি সচেতনতামূলক গানের সঙ্গে নেচে নেচে ও সাংকেতিক ভাষায় সাধারণ মানুষদের সচেতন করছেন। ওসি দেলোয়ার হুসাইন জানান, শুধুমাত্র কঠোরতা দিয়ে মানুষকে ঘরে ফেরানো সম্ভব নয়। উদ্বুদ্ধ করে ঘরে ফেরাতে এই উদ্যোগ। এদিকে গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরা পুলিশ সুপার  মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ফেসবুকে লাইফের মাধ্যমে সাতক্ষীরা জেলাসহ দেশবাসীকে করোনাভাইরাস থেকে নিরাপদে সতর্ক থাকতে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া থেকে শুরু করে মুখে মাস্ক ব্যবহারসহ বাসা-বাড়িতে থাকতে অনুরোধ, বিভিন্ন সতর্ক ও সচেতনমূলক দিক নির্দেশনা দিয়ে আসছেন। এর বাইরে প্রতিনিয়ত জেলা শহরে মাইকিং করে আসছেন।

সর্বশেষ খবর